নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকা থেকে দুটি সিএনজি চালিত অটোরিকশা চুরির পর ফের চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে পৌরশহরের বরইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের বাসিন্দা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলতাফুর রহমানের বাড়ি থেকে দুটি গাভী ও একটি ফ্রিজিয়ান জাতের বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
আলতাফুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাতে খাবার-দাবার শেষে বাড়ির গেট ও গোয়াল ঘরে তালা দিয়ে আমরা ঘুুমিয়ে পড়ি। পরদিন সকাল ৬টায় গিয়ে দেখি গোয়াল ঘরের সামনে পড়ে আছে ভাঙ্গা তালা। ঘরে নেই গাভী ও বাছুর। রাতের কোন এক সময় চুরি করে নিয়ে গেছে চোরেরা। গরু তিনটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া বলেন, ‘এ সংক্রান্ত কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’













