বিশ্বনাথটুডে ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, উপজেলা প্রশাসন ও থানা পুুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামন্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়াও, পুুলিশ ও আনসারের পাশাপাশি সিসি ক্যামেরায় নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তায় সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সহসভাপতি রুপক কুমার দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামন্ডলীর সদস্য নবেন্দু জ্যোতি দে, স্বরদিন্দু চক্রবর্তী, ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সহসভাপতি দেবব্রত চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভুু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় কুমার দেব, সাংবাদিক সুজিত দেব, সায়েস্তা মিয়া, আব্দুল কাইয়ুম, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অমিত সিংহ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অশোক বৈদ্য, রামপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নারায়ন দেবনাথ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুকান্ত দেবনাথ, দশঘর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান প্রমুুখ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ।













