Search

ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে ইসলামী যুব সংস্থা তেলিকোনার মিলাদ মাহফিল

বিশ্বনাথটুডে ডেস্ক :: পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার ইসলামী যুব সংস্থা তেলিকোনার উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তেলিকোনা ব্রিজ সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সাদিক আহমদ হাসানের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলেমে দ্বীন, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইন, বুরাইয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু সালেহ মো. নিজাম উদ্দিন, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, লজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ডা. মাওলানা আবুল বশর মো. ফারুক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, তেলিকোনা মাঝপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা কাওছার আহমদ, বিশিষ্ট মুরব্বি আবুল হোসেন, শফিক উদ্দিন, খায়রুল ইসলাম মনু মিয়া, সাবেক ইউপি সদস্য আমির উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ব্যবসায়ী শওকত আলী, জাহির আহমদ, ক্বারী কবির উদ্দিন।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইন এবং দোয়া পরিচালনা করেন রাজাগঞ্জ বাজার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ফখরুল ইসলাম।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত