নিজস্ব প্রতিবেদক :: সিলেটেের বিশ্বনাথ উপজেলার ‘উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়’র উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘রূপরেখা প্রণয়ন কমিটি’ গঠন করা হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইয়াইয়া কনভেনশন হলে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ‘গেট টুগেদার’ অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সর্বসম্মতিতে প্রাক্তন ছাত্র ইনতিসার নাদিমকে আহ্বায়ক ও মো. আখলাকুর রহমানকে সদস্য সচিব মনোনিত করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন মো. গোলাম মোস্তফা, লাহিন আহমদ, তাহির আলী, শুয়েবুর রহমান সুজন, রাজন আহমদ, আলী হোসেন, শিপন আহমদ, মামুন আহমদ, এমদাদুল হক, জামিল আহমদ মামুন, শাকিল আহমদ, মাহফুজুর রহমান নাহিদ, সৈয়দ মাহবুব , নাবিল আহমদ তানভীর, তারেক আহমদ।
কমিটির নেতৃবৃন্দ জানান, উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কিভাবে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং একটি শক্তিশালী ও কার্যকর এলামনাই এসোসিয়েশন গঠন করা যায়, তার রূপরেখা প্রণয়ন করবে এই কমিটি। আর রূপরেখার প্রণয়ন করার পরপরই তার উপর ভিত্তি করে দ্রুততম সময়ে বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন গঠন করা হবে।