বর্ণমাউথ (যুক্তরাজ্য) প্রতিনিধি :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে যুক্তরাজ্যের বর্ণমাউথ বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় স্থানীয়
লাহোরী কড়াই রেস্টুরেন্টে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন বর্ণমাউথ মসজিদের সাবেক ইমাম মাওলানা নুরুল আমীন।
এর আগে আব্দুল হান্নানের সভাপতিত্বে লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম ইলিয়াস আলীর একান্ত সহকারী ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা সামসুর রহমান সাচ্চু, রাজিবুল ইসলাম, বেলাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন আবুল খায়ের এবং শুভেচ্ছা বক্তব্য দেন আজমল আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল মিয়া, সইদ আলী, ছাব্বির, সাগর, জুবায়ের, ইকলাল, জাহিদুল, জাকির ও রুবেল প্রমুখ।