নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক শ্রমিক জোটের (রেজি নং-চট্ট-২০৯৭) রামপাশা নতুন বাজার উপ-পরিষদের কমিটি গঠন ও অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে স্থানীয় রামপাশা নতুন বাজারের রিনা ম্যানশনের সামনে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে উদ্বোধন করা হয় অফিস। মূলতঃ রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এই উপ-পরিষদ যাত্রা শুরু করেছে।
রামপাশা বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী রসিক আলীর সভাপতিত্বে সংগঠক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক চালক শ্রমিক জোটের কার্যকরী সভাপতি মো. দিলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন, সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা শ্রমিক চালক শ্রমিক জোটের সহসভাপতি শানুর মিয়া, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদুর রহমান জায়েদ, দুবাই প্রবাসী আজাদ নুর, রামপাশা বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছায়েদ আলম।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাফেজ ওবায়দুর রহমান।
রামপাশা নতুন বাজার উপ-পরিষদের উপদেষ্টাগণ হলেন রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি, দুবাই প্রবাসী আজাদ নুর, রামপাশা নতুন বাজারের ব্যবসায়ী জিয়াউল ইসলাম, রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি, পর্তুগাল প্রবাসী আবুল হোসেন, রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য, ইতালী প্রবাসী জুবায়ের আহমদ, সমাজসেবক সৈয়দুর রহমান, রামপাশা প্রবাসী সমাজ কল্যাণ ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি, ইরান প্রবাসী উজ্জ্বল আহমদ।
রামপাশা নতুন বাজার উপ-পরিষদের দায়িত্বশীলগণ হলেন সভাপতি মো. মনসাদ আলী, কার্যকরী সভাপতি নুরুল হক মুন্না, সহসভাপতি হাফিজুর রহমান রাজু, সম্পাদক মো. রজব আলী, সহসম্পাদক আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ, কোষাধ্যক্ষ সেবুল মিয়া, প্রচার সম্পাদক মিজানুর রহমান, কার্যকরী সদস্য ফখর উদ্দিন, সুন্দর আলী ও আবদুল লতিফ।













