Search

বিশ্বনাথে মোহাম্মদিয়া যুব সংস্থার ১০ম বর্ষপূর্তি উৎসব পালিত

১০ম বর্ষপূর্তি উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের সমাজসেবামূলক সংগঠন মোহাম্মদিয়া যুব সংস্থার ১০ম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি মো. কামরান আহমদের সভাপতিত্বে সাবেক সভাপতি ফারহান উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, সালিশ ব্যক্তিত্ব সায়েস্তা হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের আহমদ। আরও বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি রেজাউল করিম।

এর আগে প্রধান অতিথিসহ অন্য অতিথিগণ কেক কেটে বর্ষপূর্তি উৎসবের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন সংস্থার সদস্য আবু বক্কর এবং স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি জামিল আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক মৌলভী ওলিউর রহমান, জয়নগর (নোয়াপাড়া) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুক আহমদ, সংস্থার সাবেক সভাপতি মিছবা উদ্দিন, সহসভাপতি মামুন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সদস্য সজীব, শিপু, রেদওয়ান, বর্তমান সদস্য শাকরান, অয়ন, মাহবুব, নাঈম, নাসিম।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত