Search

বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের দুই পেট্রন ফাউন্ডারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল নির্মাণে ১০ হাজার পাউন্ড করে অনুদান দেওয়া দুই পেট্রন ফাউন্ডার, পৌরশহরের জানাইয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার ও ক্রিসেন্ট ওভারসীজ বার্ণিল ইউকের ম্যানেজিং ডিরেক্টর শহিদুল ইসলাম সেলিমকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) ওয়ান পাউন্ড হসপিটালের সামনে এ সংবর্ধনা প্রদান হয়। পাশাপাশি সংবর্ধনা প্রদান করা হয় ১ হাজার পাউন্ড করে অনুদান দেওয়া আরও দুই ফাউন্ডার মেম্বার শেখ আবুল বাশারের সহোদর যুক্তরাজ্য প্রবাসী শেখ নিজাম উদ্দিন ও মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাবিল আলীকেও।

দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুনের সভাপতিত্বে কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। বক্তব্যে তিনি বলেন, ‘হতদরিদ্র, অসহায় মানুষের চিকিৎসা সেবায় বিশ্বনাথের জনসাধারণের ভরসাস্থল হবে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল। এটি নির্মাণে দেশ-বিদেশের সবাইকে সহযোগিতা করার আহবান জানাই।’

সংবর্ধিত অতিথির বক্তব্যে শেখ আবুল বাশার বলেন, ‘বিশ্বনাথে গরিবদের সাহায্যার্থে বেসরকারি উদ্যোগে একটা হাসপাতাল নির্মাণ প্রয়োজন ছিল। এ স্বপ্ন এখন বাস্তবে রুপ নিচ্ছে। তাই সকলকেই দলমত নির্বিশেষে এই হাসপাতাল বাস্তবায়নে এগিয়ে আসা প্রয়োজন।’ আরেক সংবর্ধিত অতিথি শহিদুল ইসলাম সেলিম বলেন, ‘এটি একটি মহতি উদ্যোগ। এ হাসপাতাল শুধু বিশ্বনাথবাসীর জন্য নয় সিলেটসহ পুরো বাংলাদেশের গরিব মানুষেরা এর সুবিধা ভোগ করতে পারবেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল হক, হসপিটালের কো-অর্ডিনেটর আসাদুজামান নূর আসাদ।

এসময় উপস্থিত ছিলেন হসপিটালের কনস্ট্রাকশন কাজের প্রকৌশল মেহেদী হাসান, কো-অর্ডিনেটর রুমেল আলী, মাওলানা শাহজাহান, যুব সংগঠক লিলু মিয়া, ফ্রান্স প্রবাসী রাজু মিয়া, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষার প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত