সিলেটের বিশ্বনাথে বন্যায় পানিবন্দী সহস্রাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে ছাত্র ও জনকল্যাণমূলক সংগঠন ‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’। দেশ ও প্রবাসে থাকা সংস্থার সদস্যদের কাছ থেকে সংগৃহিত অর্থে (বিগত ২১ জুন হতে ২৬ জুন পর্যন্ত সপ্তাহব্যাপি) বিশ্বনাথ পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নে এই খাবার বিতরণ করা হয়।
এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংস্থার সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর জহুর আলী, সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, শেখ ফজিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী ও লজ্জতুনন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, রাজনৈতিক ব্যক্তি মহব্বত আলী জাহান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সংস্থার সাবেক সভাপতি শফিক আহমদ-পিয়ার, দেওকলস ইউনিয়নের পরিষদের সদস্য সুহেল খান, দশঘর ইউনিয়ন পরিষদের সদস্য জুবেল মিয়া, সংস্থার সাবেক সভাপতি, ভূরকি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, দশপাইকা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হেলাল আহমদ, সমসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলতাফুর রহমান, বিশ্বনাথ ইউকে ইয়ুথ ইনস্টিটিউটের পরিচালক মো. জামাল উদ্দিন, বিশ্বনাথ মহিলা কলেজের পরিচালক মো. আজিজুর রহমান ও হযরত আবু হুরায়রা রা. দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, সংস্থার সাবেক দায়িত্বশীল মাওলানা শামসুল ইসলাম ইকবাল, হাজী আবদুর রহমান, বর্তমান সভাপতি মো. আজাদুল ইসলাম, সহসভাপতি মো. সাইদুল ইসলাম, মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, সহসাধারণ সম্পাদক শেখ রেদ্বওয়ানুল ইসলাম হৃদয়, কোষাধ্যক্ষ ফয়ছল ইসলামসহ সংস্থার ৮ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, অন্যান্য দায়িত্বশীল ও সদস্যগণ।-প্রেসবিজ্ঞপ্তি













