নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামের জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার মহিলা শাখার দাওরায়ে হাদিসের (মাস্টার্স) দশখানা পুস্তক কেনার জন্য নগদ ১ লক্ষ টাকা প্রদান করেছে শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশন-ইউকে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমদের হাতে এই টাকা তুলে দেন প্রবীণ ব্যক্তিত্ব হাবিবুর রহমান জুনু মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারন সাধারন সম্পাদক আব্বাস হোসেন ইমরান, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি মো. আবদুন নূর তুষার, সহসভাপতি নাহিদ আহমেদ সুয়েব, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির।













