Search

অধিক ভোটে ভাইস চেয়ারম্যান হলেন মুহিব

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে তিন হাজারের অধিক ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তরুণ প্রার্থী মুহিবুর রহমান সুুইট। মাইক প্রতীকে তিনি পেয়েছেন ১৬ হাজার ৯৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাওলানা ইসলাম উদ্দিন বই প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫১২ ভোট। ভোটের লড়াইয়ে ৩ হাজার ৪৭৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি। গেল মধ্যরাতে সহকারি রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণার পর, উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কওে তিনি বলেন, ‘এ বিজয় উপজেলাবাসীর। এ বিজয় তারুণ্যের, দুর্নীতির বিরুদ্ধে বিজয় হয়েছে আমাদের। আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ।

জানা যায়, এবার উপজেলা পরিষদ নির্বাচনে সব প্রার্থীকে ছাপিয়ে সবচে বেশি আলোচনায় ছিলেন মুহিবুর রহমান সুইট। নির্বাচনী মাঠে ভোটারদের মাঝে তাকে নিয়েই চলছিল সব জল্পনা-কল্পনা। মুহিবও রাত-দিন নির্ঘুম মানুষের দ্বারে দ্বারে গিয়ে সৃষ্টি করেন জনসমর্থন। তার আহবানে নড়েচড়ে বসেন সাধারণ ভোটাররা। ভোটের দিন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মুহিবুর রহমান সুুইটের বিজয় নিশ্চিত করেন তারা।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত