মশিউর রহমান :: সিলেটের বিশ্বনাথে স্থানীয় একটি রেস্তুরায় চেয়ারম্যান প্রার্থী, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি শমসাদুর রহমান রাহিনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ মে) সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে অনুুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নিজের ‘শালিক’ প্রতীকে ভোট চেয়ে দেশী-বিদেশী সকলের সহযোগিতা চান রাহিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনে জয়ী হলে তিনি বিশ্বনাথ উপজেলাকে ‘রোল মডেল’ উপজেলায় রূপান্তরিত করবেন। কাজ করবেন দূর্নীতিমুক্ত উপজেলা গড়ায়, রাজনৈতিক সংঘাত ও সামাজিক অবক্ষয় দূরীকরণে। যোগাযোগ-শিক্ষা-স্বাস্থ্যসেবার উন্নয়ননের মাধ্যমে পিছিয়ে পড়া বিশ্বনাথকে এগিয়ে নিবেন সকলের সহযোগিতায়। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় দক্ষ জনশক্তি তৈরী করার জন্য একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সু-সমবন্টনের মাধ্যমে সকল এলাকার উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন। নিজেও দূর্নীতির বিষয়ে থাকবেন জিরো টলারেন্সে।
তিনি আরোও বলেন, সরকারি কোন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার নির্ধারিত ফি ব্যতিত বাড়তি কোন টাকা পয়সা দিতে হবে না উপজেলাবাসীকে। সুপরিকল্পনার মাধ্যমে উপজেলার সমস্যাগুলো চিহ্নিত সমাধান করবেন অগ্রাধিকার ভিত্তিতে। উদ্যোগ গ্রহন করবেন পার্ক বা বিনোদন কেন্দ্র স্থাপনের। নিশ্চিত করবেন ধর্মীয় সহাবস্থানের। উপজেলাকে একটি আধুনিক যুগোপযোগী উন্নত ‘স্মার্ট উপজেলা’ বিনির্মান করতে সবার কাছে ‘শালিক’ প্রতীকে ভোট চান তিনি।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী শমসাদুর রহমান রাহিনের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সাহিদ, যুবলীগ নেতা শফিক আহমদ, আখতার হোসেন ও কয়েছ মিয়া।













