নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ১২০ বস্তা (প্রায় ৬ হাজার কেজি) ভারতীয় চিনিভর্তি একটি ট্রাকসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬ টায় বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া গেট সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচজন হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের রমজান আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), তাহিরপুর উপজেলার বাদাঘাট সোহালা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে আসাদুর রহমান (২৮), একই গ্রামের সেলিম রেজার ছেলে ফাহিম রেজা (২৫), মো. রইছ মিয়ার ছেলে এসএম তুষার আহমদ রাজ (২৪) ও জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে নবী হোসেন (৩৫)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় জানাইয়া গেট সংলগ্ন সড়কে তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় বিশ্বনাথ পৌর শহরে প্রবেশকালে একটি ট্রাকে (যশোর-ট-১১-৫২৩৬) তল্লাশি চালিয়ে ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। তাৎক্ষণিক গাড়িসহ চিনি জব্দ করে পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারি সিন্ডিকেট চোরাইপথে ভারতীয় চিনিসহ বিভিন্ন বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। মাঝেমধ্যে কিছু পণ্য ধরা পরলেও অদৃশ্য কারণে সিংহভাগই রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হচ্ছে।’