Search

বিশ্বনাথে ‘প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র কার্যালয় উদ্বোধন

কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের পালেরচক গ্রামের সমাজ সেবামূলক সংগঠন ‘প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

ফাউন্ডেশনের সভাপতি আহমদ আলী হিরনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আলী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুরমা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ লাল বিশ্বাস, সংগঠক আবদুল মতিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান রুহিন, সদস্য সালমা বেগম।

অনুষ্ঠানের অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, ভালো কাজে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতিতে প্রবাসী ও বিত্তবানরা এগিয়ে আসার কারণেই সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের দূর্ভোগ কমে এসেছে। সমাজেরও ব্যাপক উন্নতি হচ্ছে। তাই, যারাই ভালো কাজের সাথে জড়িত থাকবেন, তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগাতে হবে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত