নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের বৃহত্তর জনগোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণ এবং বিনা সুদে উচ্চশিক্ষা ঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার আবদুশ শহীদ। শনিবার (৯ মার্চ) দুপুরে বিশ্বনাথ পৌরশহরের পানসী রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় মতবিনিময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুল ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসাদুর রহমান রাহিন।
মূল বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার আবদুশ শহীদ। তিনি জানান, যুক্তরাজ্যে থেকেও বিশ্বনাথের জন্য কাজ করে যাচ্ছি। দারিদ্র্য দূরীকরণ ও বিনা সুদে উচ্চ শিক্ষার জন্য ঋণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতোপূর্বে যুক্তরাজ্যে একটি ট্রাস্ট গঠন করার উদ্যোগ নিয়েছি। দারিদ্র্যের কারণে যাতে কেউ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয়। তরুণ প্রজন্মকে শিক্ষামুখি করে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তোলা আমাদের উদ্দেশ্য। এজন্য সকল সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।













