নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথের প্রবাসীদের অর্থায়নে উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামিকাল বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর আড়াইটায়।
পৌরশহরের জানাইয়া ফুটবল খেলার মাঠে মেগা ফাইনালে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট-ইউকে ফুটবল একাডেমির মুখোমুখি হবে জনতা সংঘ-শ্রীধরপুর।
হিরামন সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাব-জানাইয়ার সার্বিক সহযোগিতায় চলমান লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মাঠে উপস্থিত হয়ে উপভোগ করার জন্য সর্বস্তরের ক্রিড়াপ্রেমীদের অনুরোধ জানিয়েছে আয়োজক সংস্থা বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।