Search

বিশ্বনাথের লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের রামধানা উত্তর এলাকায় অবস্থিত লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এসব অনুষ্ঠানমালা।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. মখলিছ মিয়ার সভাপতিত্বে শিক্ষক ছাদিক আহমদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাহিদ হাসান লিমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, লজ্জতুননেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, লাইসিয়াম স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুর রব সরকার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন লাইসিয়াম স্কুল পরিচালনা কমিটির সদস্য ওলিউর রহমান বাবলু, অভিভাবক ইলিয়াস মিয়া, আরশ আলী, সেলিম আহমদ, দিলোয়ার হোসেন, সামছুল ইসলাম, শিক্ষক সুপ্রিয় চন্দ্র দাস, আবুল বাশার, শাবানা বেগম, রানা আহমদ, স্বপন আহমদ, তাসলিমা বেগম।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত