Search

পিএইচডি ডিগ্রি অর্জন করায় বিশ্বনাথে ড. ফাতেহাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের কৃতিসন্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন ড. মাওলানা মো. রইছ উদ্দিনের সহধর্মিনী ফাতেহা বেগম সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লামাকাজী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় ওই সংবর্ধনা অনুষ্ঠান।

পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মাসুক মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বক্তব্যে তিনি বলেন, ‘যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। তাই, সমাজ তথা রাষ্ট্রে যেসব গুণী ব্যক্তি বাস করেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের সকলের কর্তব্য। সভ্য দেশগুলোর দিকে তাকালে দেখবেন, তারা গুণীদের সম্মান দিতে ভুল করে না। ড. ফাতেহা বেগম এই এলাকায় জন্ম নিয়ে আমাদের গর্বিত করেছেন। তিনি নানা প্রতিবন্ধকতা ও প্রতিকুলতার মাঝেও মনোবল অটুট রেখে কাজ করে সফলতার উচ্চ আসনে আজ সমাসীন। তাঁর এই এগিয়ে যাওয়া অসংখ্য নারীকে তাদের জীবনের প্রতিকুলতা মোকাবিলায় অনুপ্রেরণা ও সাহস জোগাবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিস বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন ড. মাওলানা মো. রইছ উদ্দিন এবং সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. ফাতেহা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন আতহার, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সফির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রশিদ আহমদ, রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ একেএম সিফত আলী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, ভুরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মতিউর রহমান, লামাকাজী পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহনুর হোসাইন, রাজনৈতিক ব্যক্তিত্ব একেএম দুলাল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।

শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আছমত আলী, গীতা পাঠ করেন নরোত্তম নাথ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক জুয়েল আহমদ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত