Search

বিশ্বনাথে বেবী কেয়ার স্কুলের পিঠা উৎসব ও ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বেবী কেয়ার স্কুল’-এর দেড়যুগে পদার্পন উপলক্ষ্য দু’দিনব্যাপী পিঠা উৎসব ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গণেই বর্ণিলভাবে আয়োজন করা হয়েছিল এসব অনুষ্ঠানমালার।

এর মধ্যে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জাতীয় সঙ্গীত ও পরে স্কুলের থিম সং পরিবেশনের মাধ্যমে শুরু হয় প্রথমদিনের অনুষ্ঠান। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় ছাত্রীদের অংশগ্রহণে ‘জলডাঙা’ খেলা (গ্রুপ বি এবং সি), ছাত্রদের অংশগ্রহণে ‘নিজেকে রক্ষা করুন’ খেলা (গ্রুপ এ এবং বি), ছাত্রীদের অংশগ্রহণে ‘চকলেট দৌড়’ খেলা (গ্রুপ এ এবং বি)। এসব খেলা শেষ হলে শুরু হয় ঐতিহ্যের ‘পিঠা উৎসব’। সময় বাড়ার সাথে সাথে উৎসবে বাড়তে থাকে উপস্থিতির সংখ্যাও। মানুষের উপচেপড়া ভিড় এ সময় লক্ষ্য করা যায়। প্রথমদিনের আনুষ্ঠানিকতা শেষ হয় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নৃত্য প্রতিযোগিতার মধ্যদিয়ে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ছিল সমাপনী দিন। ওইদিন দুপুর ১২টায় ছাত্রদের অংশগ্রহণে ‘অন্ধের হাড়ি ভাঙ্গা’ খেলার (গ্রুপ বি) মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় ছাত্রীদের অংশগ্রহণে ‘অন্ধের হাড়ি ভাঙ্গা’ খেলা (গ্রুপ এ, বি এবং সি), ছাত্রদের অংশগ্রহণে ‘মোরগের লড়াই’ খেলা (গ্রুপ বি এবং সি), ছাত্রীদের অংশগ্রহণে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ‘যেমন খুশি তেমন সাজো’ ও তাদের অভিনীত ‘নাটক-নাটিকা’। সবশেষে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিজয়ী হওয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বেবী কেয়ার স্কুলের প্রধান শিক্ষিক আখলাকুর রহমান জানান, আমাদের দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রীতিমত এক মিলনমেলায় পরিণত হয়েছিল। যেটি আমাদের আয়োজনকে সফল ও সার্থক করেছে।

স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট বলেন, ‘২০০৭ সাল থেকে এলাকার সর্বস্তরের সকলের আন্তরিক সহযোগিতায় বেবী কেয়ার স্কুল সুনামের সাথে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। ফলাফলেও বজায় রেখে আসছে শ্রেষ্ঠত্ব। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি দেড়যুগে পদার্পন উপলক্ষ্যে আমরা দুদিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, সেসব অনুষ্ঠানে সফল ও সার্থক হওয়ায় আমি সকলের কাছেই কৃতজ্ঞ।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত