বিশ্বনাথটুডে ডেস্ক :: পশ্চিম সিলেটের মুফতিয়ে আজম, বুরাইয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আবদুল খালিক রহ. এর ঈসালে সওয়াব উপলক্ষ্যে বৃহত্তর উত্তর বিশ্বনাথের ‘মরহুম মুফতি আবদুল খালিক রহ. ফাউন্ডেশন’ আয়োজন করেছে এক জমকালো ‘ইসলামী গজলসন্ধ্যা’ অনুষ্ঠানের। আগামিকাল (৯ ফেব্রুয়ারি) শুক্রবার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার উত্তর সংলগ্ন মাঠে সন্ধ্যাপূর্ব সময় থেকে মধ্যরাত পর্যন্ত এই গজলসন্ধ্যা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে গজল পরিবেশন করবেন দেশের খ্যাতনামা ইসলামী সঙ্গীতশিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ও আবু উবায়দা। এ ছাড়াও ফয়েজ আহমদ শাহরুখ, মুহাম্মদ সুফিয়ান সাক্বী, দেলোয়ার হোসাইন, আবু সাইদ হাসান, সাদিক আহমদ হাসান ও মুহাইমিনুল হক মাহী গজল পরিবেশন করে মুগ্ধ করবেন দর্শক-শ্রোতাদের।
ক্বোরআন তেলাওয়াত করবেন ক্বারী আমজাদ হোসেন ও হাফেজ ক্বারী কয়েছ আহমদ।
ফাউন্ডেশনের সভাপতি মোছাদ্দিক হোসেন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠেয় পুরো গজলসন্ধ্যা অনুষ্ঠান সঞ্চালনা করবেন কুতুব আল ফরহাদ।













