Search

বিশ্বনাথের ‘রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত ‘রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধন অনুষ্ঠান। পুরো টুর্নামেন্টের অর্থায়ন করছে ‘ইউনাইটেড কিংডম ব্যাডমিন্টন কমিউনিটি’।

এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, সিলেট জজকোর্টের আইনজীবী মাস-উদ-হাসান।

এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল মিয়া, বেবী কেয়ার স্কুলর প্রধান শিক্ষক আখলাকুর রহমান, সংগঠক শামীম আহমদ, জামাল আহমদ, মাতিন আহমদ, শানুর আলী, মোজাহীদ আলী, ইরন মিয়া, ছৈয়দুর রহমান, শাহ্ বাবুল মিয়া, রুহেল আহমদ, নোমান আহমদ, আলী আহমদ শামীম, সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন বাতিঘর’র সাবেক সভাপতি সুমন আহমদ, রাসেল মাহমুদ, সহসভাপতি রেজা হাসান, নুরুল হক, বতর্মান সহসভাপতি জামিল আহমদ, খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশনের সভাপতি ফারহান আহমদ, সহসভাপতি রাজন আহমদ রেশাদ, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, রাজাগঞ্জ বাজার ব্যাডমিন্টন এসোসিয়েশনের সহসভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক গোলাম সারোয়ার, প্রচার সম্পাদক মোজাক্কির আহমদ মারজান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, ফয়ছল আহমদ, নজরুল ইসলাম ইমন, কামাল উদ্দিন, নাজমুল ইসলাম পাবেল, মারজান আহমদ, আশরাফ আহমদ, জামিল আহমদ, তাজুল ইসলাম সুমন, মুজিবুর রহমান।

উদ্বোধনী ম্যাচে জকিগঞ্জের শানুর-জিয়া জুটিকে হারিয়ে জয়লাভ করে জাউয়া বাজারের সুমন জুটি। দ্বিতীয় ম্যাচে বিশ্বনাথ থানা পুলিশ জুটিকে হারিয়ে গোবিন্দগঞ্জের ফেরদৌস জুটি এবং তৃতীয় ম্যাচে গালিমপুরের গৌছ-পাপ্পু জুটিকে হারিয়ে তেতলীর শামীম জুটি জয়লাভ করে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত