রাজা মিয়া :: দীর্ঘ ১৫ বছর পর সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হল চিরায়ত গ্রামবাংলার ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা। আজ রবিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের উত্তরের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে প্রায় ১১২টি ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন সৌখিন ঘোড়ার মালিকেরা।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে। দীর্ঘ ১৫ বছর পর এবার ঘোড়দৌড় প্রতিযোগিতা হওয়ায় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
আনোয়ার আলী নামের একজন ঘোড়া মালিক জানান, প্রতিযোগিতায় অংশ নিতে তিনি সুনামগঞ্জের পাগলা থেকে এখানে এসেছেন।
কয়েকজন দর্শক জানান, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতাটি তাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
আয়োজক কমিটির সদস্য জুবেল মিয়া বলেন, ‘প্রায় ১৫ বছর বন্ধ ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ থাকার ফলে পূর্বপুরুষদের রেখে যাওয়া চিরায়ত বাংলার ঐতিহ্যটি এলাকায় বিলীনের পথে ছিল। ফের এমন আয়োজনে মানুষের মনে আনন্দ ফিরে এসেছে।’