নিজস্ব প্রতিবেদক :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে প্রতিবেশী তরুণীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন দিলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল (সাদীরপাড়া) গ্রামের মৃত আবদুর রউফের ছেলে। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ভিকটিমের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। ওই রাতেই বিশ্বনাথ পৌরশহরের হাবড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নিজের মামাবাড়িতে আত্মগোপনে থাকা ঘাতক তরুণী শামছুন্নাহার বুরাইদা (২১) ও তার পিতা চাঁন মিয়াকে (৫৬) গ্রেপ্তার করে থানা পুলিশ। পরে, উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিও।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রতিবেশী চাঁন মিয়ার মুরগীর ছানার বিষ্টায় দিলোয়ার হোসেনের উঠোন ময়লা হয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় একই বিষয় নিয়ে ফের বিবাদে জড়ান তারা। এক পর্যায়ে চাঁন মিয়ার মেয়ে শামছুন্নাহার বুরাইদা দিলোয়ার হোসেনের বুকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দিলোয়ার। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় ভিকটিমের ভাই আলী হোসেন বাদী হয়ে হত্যা মামলা (মামলা নাম্বার ৭, তাং-২৬.০১.২০২৪) দায়ের করেছেন। গ্রেপ্তার দু’জনকে শনিবার সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।’