নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের ১৮ জন প্রবাসীর অর্থায়নে এবং উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে আগামি ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৪র্থ বারের মত মাঠে গড়াচ্ছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’। এবারের আসরে অংশ নেবে সিলেট বিভাগের ১৬টি ফুটবল দল। আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া ফুটবল মাঠে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুরান বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানায় টুর্নামেন্টের আয়োজক সংস্থা ‘উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’। সমিতির সভাপতি লোকমান মিয়া তার বক্তব্যে বলেন, ‘ইতোমধ্যে সিলেট বিভাগের প্রায় অর্ধশত নামিদামি ফুটবল দল লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আবেদন করেছে। তাদের মধ্য থেকে শক্তিশালী ১৬টি দল বাছাই করা হবে। তারাই অংশ নেবে এবারের আসরে।’
তিনি আরও বলেন, ‘৪র্থ আসরের চ্যাম্পিয়ন দল পাবে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার এবং রানার্সআপ দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৫০ হাজার টাকা। এছাড়াও, অংশগ্রহণকারি প্রত্যেক টিমের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ১ম রাউন্ড থেকে পর্যায়ক্রমে থাকবে নগদ টাকা পুরস্কার। ৪র্থ আসরের সার্বিক সহযোগিতায় থাকবে হিরামন সমাজ কল্যাণ সংস্থা এবং ইমার্জেন্সী মেডিকেল টিমের দায়িত্বে থাকবে রেসকিউ লাইফ ফাউন্ডেশন। গেল তিনটি আসরের ন্যায় এবারের আসরও সফলভাবে সম্পন্ন করতে আমরা গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিশ্বনাথ উপজেলাবাসির সহযোগিতা কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অন্যতম অর্থদাতা, যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য ফখরুল আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহসভাপতি বাবরুছ মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য মুখতার হোসেন, মাছুম আহমদ, রেফারী আবদুল হামিদ, ক্রিড়ানুরাগী ও সাবেক ইউপি সদস্য হেলাল মিয়া, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষার, সহসভাপতি নাহিদ আহমদ সুয়েব, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ।