Search

বিশ্বনাথে সাত প্রবাসীকে মরহুম জাহির আলী ফাউন্ডেশনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সাত প্রবাসীকে সংবর্ধনা প্রদান করেছে ‘মরহুম জাহির আলী ফাউন্ডেশন’। সোমবার (২৪ জানুয়ারি) রাতে গ্রামের মোল্লাবাড়িতে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, গ্রিস প্রবাসী সুমন আহমদ সামি, ওমান প্রবাসী জামাল আহমদ ও সালাউদ্দিন আহমদ, দুবাই প্রবাসী সুহেল আহমদ ও জাকির আহমদ এবং সৌদি আরব প্রবাসী জাবেদ আহমদকে এই সংবর্ধনা প্রদান করা হয়।


খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ক্রিড়া ধারাভাষ্যকার একেএম তুহেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নুর, বরইকান্দি আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদিক সিরাজী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।


ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী এইচএম নাজিম উদ্দিন সিদ্দিকীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক হাফেজ ফয়েজ আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাবেদ আহমদ।


এ সময় উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তি হাজী আবদুশ শহীদ, চান্দ আলী, মুখতার আলী, জমশেদ আলী, মৌরশ আলী, আজহর আলী প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত