নিজস্ব প্রতিবেদক :: জমকালো আয়োজনে পর্দা উঠছে সিলেটের বিশ্বনাথের ‘খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপ’-এর ২য় আসরের। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে কাপের ট্রফি উম্মোচনের মধ্যদিয়ে উদ্বোধন হবে ওই ফেডারেশন কাপের ২য় আসরের।
উদ্বোধন অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, প্রবাসীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগামি ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় রাজাগঞ্জ বাজারের দক্ষিণে বেবী কেয়ার স্কুল সংলগ্ন মাঠে গড়াবে ২য় আসরের উদ্বোধনী ম্যাচ।
এবারের আসরে অংশ নিচ্ছে খাজাঞ্চী ইউনিয়নের ১০টি ক্রিকেট ক্লাব। ক্লাবগুলো হচ্ছে সিক্সার সিক্স, তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব, শুভেচ্ছা ক্রিকেট ক্লাব, এডিভি ক্রিকেট একাডেমি, বিএমএম ক্রিকেট ক্লাব, মিলেনিয়াম ক্রিকেট ক্লাব, লিটল স্টার ক্রিকেট ক্লাব, একতা ক্রিকেট ক্লাব-কুরিখলা, ইউনিটি ক্রিকেট ক্লাব ও আনন্দ ক্রিকেট ক্লাব।
খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ১ম আসরের ন্যায় ২য় আসরেরও স্পন্সর হিসেবে থাকছে ‘খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন-ইউকে (ভি-৭)।
এছাড়াও, সার্বিক সহযোগিতায় রয়েছেন খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের প্রতিষ্ঠাকালিন সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিশ্বনাথটুডে ডটকম।