Search

একযোগে নির্বাচন বর্জন করলেন বর্তমান-সাবেক এমপিসহ ৪ প্রার্থী

নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক :: নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং নানা অনিয়মের অভিযোগ এনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে একযোগে নির্বাচন বর্জন করেছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ ৪ প্রার্থী। তারা হলেন বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের প্রার্থী মোকাব্বির খান (উদীয়মান সূর্য), সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র মুহিবুর রহমান (ট্রাক) এবং তৃণমূল বিএনপি প্রার্থী আবদুর রব মল্লিক (সোনালী আঁশ)।

আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের একটি রেস্টুরেন্টে যৌথ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের বর্জন ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে ৪ প্রার্থী বলেন, ‘আজ ভোটের দিন সকাল থেকেই অনিয়মের পথ বেচে নেন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর কর্মী-সমর্থকেরা। তারা বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পুলিশকে ম্যানেজ করে কেন্দ্র দখল এবং জাল ভোট দেয়া শুরু করেন। প্রায় প্রতিটি কেন্দ্রই দখলে নেন তারা। আমাদের এজেন্টদের বের করে দিয়ে শফিক চৌধুরী নিজে একটি সেন্টারে (বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের ফতেহপুর ভোট কেন্দ্র) প্রবেশ করে জাল ভোট কাস্ট করান। তিনি জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরীকে অবরুদ্ধ করে রাখেন। এ ধরনের প্রহসনের নির্বাচন থেকে আমরা বেরিয়ে আসতে চাই। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এই যে মাস্তানবাজী এটা থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারব-জানিনা। সিলেট-২ আসনে ভোট স্থগিতের দাবি জানিয়ে আমরা চার প্রার্থী একযোগে এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত