Search

ইলিয়াস আলীর পরে সবচেয়ে বেশি উন্নয়ন করেছি আমি : ইয়াহ্ইয়া চৌধুরী

সবচেয়ে বেশি উন্নয়ন করেছি আমি

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী বলেছেন, ‘এই নির্বাচনে অনেকেই বলছেন, উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে নৌকায় মার্কায় ভোট দিন। আর আমি বলি, উন্নয়নের জন্য কাজের লোক যিনি তাকেই ভোট দিন। সংসদ সদস্য থাকাকালে আমি প্রমাণ করে দিয়েছি-এই এলাকার উন্নয়নের জন্য নৌকা মার্কা নয়, লাঙ্গল মার্কাই যথেষ্ট। সিলেট-২ আসনে সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন এই জনপদেরই কৃতিসন্তান এম. ইলিয়াস আলী। তার পরবর্তীতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আমার সময়ে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার ও আমতৈল বাজারে ‘লাঙ্গল’ প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াহ্ইয়া চৌধুরী আরও বলেন, ‘২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। আর আমি যখন সংসদ সদস্য ছিলাম তখনও প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সরকারদলীয় সংসদ সদস্য কি উন্নয়ন করেছেন এবং আমি বিরোধীদলীয় সংসদ সদস্য হয়ে কি উন্নয়ন করেছি, তা আপনাদের জানা আছে। কেউ বলতে পারবেন না, আমার সময়ে বিএনপির নেতাকর্মীদের নামে কোনো রাজনৈতিক মামলা হয়েছে। তারা শান্তিতে বাড়িঘরে থেকেছেন, রাজনীতি ও ব্যবসা-বাণিজ্য করেছেন। তাই, শান্তিতে থাকতে এবং কাঙ্খিত উন্নয়ন পেতে লাঙ্গল মার্কায় ভোট দিন।’

বৈরাগী বাজারে রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে, আমতৈল বাজারে উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবুল খয়েরের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জয়নাল আহমদ মিয়া, সাবেক আহ্বায়ক সিতাব আলী।

পথসভা দুটোতে জাতীয় পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত