নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র ক্বোরআন শরীফ বিতরণ করেছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন। আজ (২০২৪ সালের পহেলা জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা ক্বোরআন শরীফ বিতরণ করে।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী মাওলানা আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, মাদ্রাসাতুল হানাফিয়ার প্রিন্সিপাল মাওলানা শহীদুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নাবিল, আবদুস সামাদ আজাদ, নির্বাহী সদস্য মোহাম্মদ আল-আমিন, সদস্য মোহাম্মদ আলী, আল-হাদী প্রমুখ।