নিজস্ব প্রতিবেদক :: ডাকাতির হরেক রকম সরঞ্জাম ও একটি পিকআপ ভ্যানসহ একসাথে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মামলা দায়েরের পর তাদেরকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।
আগের দিন বুধবার মধ্যরাতে উপজেলার অলংকারি ইউনিয়নের টেংরা গ্রামের কালাশাহ মাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন সিলেট শাহপরান থানার দাসপাড়া টিলাবাড়ি গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে এহিয়া আহমদ (২৩), জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি গ্রামের মৃত আবদুল গনির ছেলে দুলাল মিয়া (২৭) ও দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী পূর্বের বাড়ি আবাসিক এলাকার বাসিন্দা রফিক মিয়ার ছেলে শাকিল মিয়া ওরফে সৌখিন (৩২)।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিল ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ‘পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।’