Search

উচ্চ আদালতে জিতলেন মুহিব, ফিরলেন সিলেট-২ আসনে

উচ্চ আদালতে জিতলেন মুহিব

নিজস্ব প্রতিবেদক :: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন মুহিবুর রহমান নিজেই। তিনি জানান, আগামিকাল সোমবার তিনি প্রতিক বরাদ্দ পাবেন। তার পছন্দের প্রতিক ‘ট্রাক’।

বিশ্বনাথ পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান, আলোচিত রাজনীতিবীদ মুহিবুর রহমান প্রার্থিতা ফিরে পাওয়ায় সিলেট-২ আসনে প্রার্থীর সংখ্যা দাড়াল সাত জনে। শুধু তাই নয়, প্রার্থিতা ফিরে পেয়েই যেন রীতিমত উত্তাপ ছড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ ভোটারদের মুখে মুখে আলোচিত হচ্ছে তার ফেরার বিষয়টি। মুহিব সমর্থকেরা শুরু করে দিয়েছেন প্রচারণা। অনেকের মন্তব্য, এবার জমবে সিলেট-২ আসনের নির্বাচন।

জানা গেছে, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ না করে প্রার্থী হওয়ায় যাচাই-বাচাইকালে মুহিবুর রহমানের মনোনয়ন বাতিল করেন সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে, প্রার্থিতা ফিরে পেতে গত ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। পাঁচদিন পর আপিলটি খারিজ করে দেয় কমিশন। এরপর প্রার্থিতা ফেরাতে উচ্চ আদালতে রিট আবেদন করেন নাছোড়বান্দা মুহিব। গত ২০ ডিসেম্বর রিট শুনানির ধার্য্য তারিখে রাষ্ট্র পক্ষে অ্যাটর্নি জেনারেল আমীর উদ্দিন অংশ নিয়ে ওই রিটের বিরোধিতা করেন। পরে, বিচারপতি বিশ^জিৎ দেবনাথ ও ইকবাল করিমের যৌথ বেঞ্চ রিটের আদেশের জন্যে আগামি ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য্য করেন। কিন্তু, এর দু’দিন আগেই আজ (রবিবার) রিটের আদেশ দেন উচ্চ আদালত।

সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ছাড়াও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী (লাঙ্গল), গণফোরাম মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ আবদুর রব (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টি মনোনিত প্রার্থী মো. মনোয়ার হোসেন (আম) এবং বাংলাদেশ কংগ্রেস মনোনিত প্রার্থী মো. জহির (ডাব) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত