সিলেটের বিশ্বনাথ উপজেলার শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন বাতিঘর আয়োজিত ‘বাতিঘর মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩’ এর ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এই ফলাফল প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ষষ্ট থেকে অষ্টম শ্রেণি গ্রুপে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন, বেবী কেয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রমিত দাস, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাইজুল্লাহ আইমান ও চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিল আহমদ।
এই গ্রুপে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন, বেবী কেয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী পিংকি দাস, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তামজীদ বিন সিদ্দিকী, তাওহীদ হাসান শাওন, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওমর আলী, বেবী কেয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলিমা রহমান সাদিয়া, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী নজরুল হুদা ও উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবিদ হাসান সিদ্দিকী।
নবম ও দশম শ্রেণী গ্রুপে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা বেগম সুহাদা, বেবী কেয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী হোসাইন আহমদ শাহেদ ও মাহিমা আক্তার কলি।
এই গ্রুপে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন, বেবী কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী খাদিজাতুল কুবরা, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সালমান আহমদ মাহফুজ, বেবী কেয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সাইদুল হাসান, বেবী কেয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মামুন আহমদ, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেহা আক্তার নার্গিস ও উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হোসাইন আহমদ।-প্রেসবিজ্ঞপ্তি