Search

চুনারুঘাটে বিশ্বনাথের শিক্ষার্থীদের উপর হামলা, যুক্তরাজ্য প্রবাসী আবুল বাশারের নিন্দা

শিক্ষার্থীদের উপর হামলার

হবিগঞ্জের চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের গ্রিনল্যান্ড পার্কে গত ১৪ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শেখ আবুল বাশার।

গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদলিপিতে তিনি হামলার ঘটনাকে কাপুরুষোচিত ও নজীরবিহীন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা বিশ্বনাথের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে শুধু দেশে-বিদেশে থাকা বিশ্বনাথীদের কলিজায় আঘাত করেনি, প্রত্যেকটা বিবেকবোধ সম্পন্ন মানুষের কলিজায় আঘাত করেছে। ঘটনার পর থেকে পার্কের মালিকের ছোটভাই ব্যারিস্টার সায়েদুল হক সুমন নানাভাবে বক্তব্য দিয়ে এটাকে ভিন্নখাতে প্রবাহিত কিংবা রাজনৈতিক প্রলেপ দেওয়ার হীন প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, যা আরও নিন্দনীয়। তিনি এই ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। কারণ, তিনিই আমাদের কাছে তার চুনারুঘাটকে পর্যটন শহর হিসেবে বারবার উপস্থাপন করেছেন। সেখানে বেড়াতে যাবার আমন্ত্রণ জানিয়েছেন।’

শেখ আবুল বাশার আরও বলেন, ‘যে সকল বিশ্বনাথী ভাইয়েরা হামলার ঘটনার প্রতিবাদে মাঠে আন্দোলনে রয়েছেন, আমি তাদের সাথে একাত্মতা পোষণ করছি। সেই সাথে, তাদের দাবির সাথে আমিও একমত পোষণ করে বলতে চাই, হামলায় নেতৃত্ব দেওয়া দুর্বৃত্তসহ প্রত্যেকটি দুর্বৃত্তকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং যারা এই ঘটনায় ইন্ধন যুগিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আহত শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে লুটপাট করা মোবাইল, নগদ অর্থ ও স্বর্ণালংকার ফিরিয়ে দিতে হবে।চুনারুঘাটের পক্ষ থেকে অথবা পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কাপুরুষোচিত হামলার ঘটনার জন্য বিশ্বনাথে এসে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ, আমি এই ঘটনার আইনি ও সামাজিক বিচার দাবি করছি।-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত