নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন। আজ শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা মুনির আহমদ, বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, বীর মুক্তিযোদ্ধা সীতাব আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী ও বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান চৌধুরীর হাতে।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সহসভাপতি নজির আহমদের ক্বোরআন তেলাওয়াত ও সহসভাপতি নাহিদ আহমদ সোয়েবের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মুনির উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শ্রী রণজিত চন্দ্র ধর, বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আহমদ, সংগঠনের উপদেষ্টা কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সময়োপযোগী আয়োজনকে সাধুবাদ জানান। সেই সাথে বিশ্বনাথের সকল বীর মুক্তিযোদ্ধাদের নাম সংবলিত একটি ফলক স্থাপনের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রেসকিউ লাইফ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্বনাথের সকল বীর মুক্তিযোদ্ধাকে এভাবে পর্যায়ক্রমে তারা আনুষ্ঠানিক সম্মাননা জানাবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক শুভ্র দেব শুভ, জাহিদুর রহমান, আবদুস সামাদ আজাদ, অর্থ সম্পাদক বিপন কান্ত দেব, প্রচার সম্পাদক অমিল কুমার পাল, সহপ্রচার সম্পাদক রেজাউল ইসলাম ওয়াহিদুর রহমান তামিম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রিফাত আল রাফি, সমাজসেবা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হাফিজ উদ্দিন, নির্বাহী সদস্য আল আমিন, সদস্য কামরান আহমেদ, রকিব আহমেদ, মোহাম্মদ শারফুল আল এরিক, শাকিল আহমদ, আবদুল কাইয়ুম ইমন।