নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস-২০২৩ এর দুপুরে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদেরকে নিয়ে মিনারটির উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণ। বাওনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাফেজ আবু বক্করের অর্থায়নে এই শহীদ মিনারের পরিকল্পনা বাস্তবায়ন করে ছাত্রনেতা আবু আবদুল্লাহ। উদ্বোধন শেষে বিদ্যালয়ের হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সহসভাপতি গোলাম আকবরের সভাপতিত্বে সহকারী শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবীদ ময়নুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দাস, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ছাত্রনেতা আবু আবদুল্লাহ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রনেতা বাবলু হোসেন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলু রানী দাস, শরুফা বেগম, দৈনিক পূণ্যভূমির বিশ্বনাথ প্রতিনিধি রাজা মিয়া, বাওনপুর গ্রামের ফেরদৌস মিয়া, আমরুস মিয়া, মবুল মিয়া, কামাল আহমদ, বাবুল আহমদ, কালা মিয়া, সুমন আহমদ প্রমুখ।