Search

চুনারুঘাটে বিশ্বনাথের শিক্ষক-শিক্ষার্থীর উপর হা ম লা, ছাত্রদলের নিন্দা

শিক্ষার্থীর উপর হা ম লা, ছাত্রদলের নিন্দা

হবিগঞ্জের চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের গ্রীনল্যান্ড পার্কে গতকাল দুপুরে সিলেটের বিশ্বনাথের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ উপজেলা, পৌর ও কলেজ শাখা। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমদ, সদস্য সচিব রাসেল আলী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বর্তমান সরকার। পর্যটন প্রতিমন্ত্রীর এলাকায় শিক্ষা সফরে গিয়েও শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পারেনি। এই ঘটনাই প্রমান করে, এই সরকারের কাছে এদেশের জনগণ নিরাপদ নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আন্দোলন চলমান রয়েছে। ইনশাআল্লাহ, সরকার পতনের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাস উপহার দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’-প্রেসবিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত