Search

চুনারুঘাটে শিক্ষা সফরে গিয়ে হামলার শিকার বিশ্বনাথের শিক্ষক-শিক্ষার্থী

চুনারুঘাটে শিক্ষা সফরে গিয়ে হামলার শিকার বিশ্বনাথের শিক্ষক-শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গ্রিনল্যান্ড পার্কে শিক্ষা সফরে গিয়ে হামলার শিকার হয়েছেন সিলেটের বিশ্বনাথের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের প্রথমে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে, গুরুতর কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আজ পূর্ব নির্ধারিত শিক্ষা সফরে গ্রিনল্যান্ড পার্কে যান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। পার্কে প্রবেশের সময় সংকীর্ণ রাস্তায় একটি যাত্রীবাহী ইজিবাইক (টমটম) ও শিক্ষা সফরের বাস একসঙ্গে চলতে পারছিল না। এ নিয়ে উভয় গাড়ির চালক বিতণ্ডায় জড়ান।

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদ বলেন, ‘পার্কে পৌঁছে বাস থেকে নামার সময় ইজিবাইকের যাত্রী আমাদের এক শিক্ষার্থীকে গালি দেন। এ নিয়ে বিতন্ডা এমনকি হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক আমরা শিক্ষার্থীদের পার্কের ভিতরে পাঠিয়ে অনাকাঙ্খিত ঘটনাটির জন্যে দুঃখ প্রকাশ করে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। কিন্তু ওই যাত্রী তাতে সন্তুষ্ট না হয়ে নিজের সাঙ্গপাঙ্গকে জড়ো করে লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলার প্রস্তুতি নিতে থাকেন। অবস্থাদৃষ্টে আমরা জরুরী আইনি সুরক্ষা পেতে ৯৯৯ নাম্বারে এবং সেখানকার উপজেলা চেয়ারম্যান এমনকি ওই জনপদের বাসিন্দা দেশজুড়ে আলোচিত ব্যারিস্টার সায়েদুল হক সুমনেরও মুঠোফোনে কল দিয়ে ঘটনাটি অবহিত করি। তারা দেখছেন বলে আমাদেরকে আশ্বস্ত করলেও কার্যত কোনো পদক্ষেপই নেননি। এরমধ্যেই, ওই যাত্রী তার সাঙ্গপাঙ্গদের নিয়ে পার্কের ভেতরে ঢুকে আমাদের উপর হামলা চালান।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে, ঘটনাটির সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।’

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত