Search

ভবিষ্যতে সিলেট-২ আসনে নৌকার মাঝি হওয়ার ইচ্ছে প্রবাসী গণির

নৌকার মাঝি

নিজস্ব প্রতিবেদক :: ভবিষ্যতে সিলেট-২ আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করে বিশ্বনাথে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আবদুল গণি। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন।

প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোহাম্মদ আবদুল গণি বলেন, ‘আমি রাজনীতির পাশাপাশি সমাজের নানা উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছি। আমার মা সুরেজা বেগমের নামে প্রতিষ্ঠিত ‘সুরেজা বেগম ফাউন্ডেশন’ থেকে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও নিরলস কাজ করে যাচ্ছি। জনগণের সেবার লক্ষ্যে আমি সিলেট-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম। সেটি পাইনি বলে অখুশি নই। জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী দলীয় মনোনয়ন পেয়েছেন। আমি আমার অবস্থান থেকে তার পক্ষে কাজ করব। তিনি নির্বাচিত হলে বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হবে। ভবিষ্যতে সিলেট-২ আসন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার ইচ্ছে আছে আমার।’
সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, আওয়ামী লীগ নেতা আলা উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল আলিম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, আহমদ আলী হিরন, সংবাদকর্মী সমুজ আহমদ সায়মন, মোস্তাক আহমদ মোস্তফা প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত