নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, ‘আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতেই আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে সিলেট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি এলাকার উন্নয়নকেই প্রাধান্য দিয়েছি। ওই পাঁচ বছরে সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ না করতে পারলেও ‘করোনা-বন্যা’সহ সকল সংকটে এই জনপদের মানুষের পাশে ছিলাম। বর্তমানেও আছি। আমার প্রত্যাশা, বিগত দিনের উন্নয়ন কর্মকান্ডের মূল্যায়ন করে সিলেট-২ আসনের জনগণ আবারও আমাকে নির্বাচিত করে আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেবেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সহল আল রাজী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহ্বাক জয়নাল আহমদ মিয়া, যুগ্ম আহ্বাক আবুল খায়ের, সদস্য সচিব একেএম দুলাল, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক নাজিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দিলবর আলী, সদস্য সচিব ইছবর আলী, পৌর যুব সংহতির আহ্বায়ক গোলাম জবদানী, সদস্য সচিব শোয়েব মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বাক এসএম শামীম আহমদ, সদস্য সচিব মীর খোকন প্রমুখ।