নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং এক বর্তমান পৌর মেয়রসহ ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকতার (জেলা প্রশাসক) কাছে তারা নিজেদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী, গণফোরাম নেতা ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, তৃণমূল বিএনপি মনোনিত প্রার্থী এএম খান, একই দলের অপর প্রার্থী আবদুর রব মল্লিক, জাকের পার্টি মনোনিত প্রার্থী সায়েদ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনিত প্রার্থী মো. জহির, ন্যাশনাল পিপলস পার্টি মনোনিত প্রার্থী ও জেলা পিপলস পার্টির সভাপতি মনোয়ার হোসাইন, জাতীয় পার্টি (জাপা) নেতা মাহবুবুর রহমান, কৃষক-শ্রমিক-জনতা লীগ মনোনিত প্রার্থী কুতুব উদ্দিন, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলী, ফল ব্যবসায়ী ইকবাল হোসেন। এর আগে গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পদত্যাগ না করেই সিলেট-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিশ্বনাথ পৌরসভার মেয়র ও সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান।