Search

সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী বদল

জাতীয় পার্টির প্রার্থী বদল

নিজস্ব প্রতিবেদক :: অবশেষে গুঞ্জনই সত্য হয়েছে। সিলেট-২ আসনে প্রার্থী বদল করেছে জাতীয় পার্টি (জাপা)। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামাকে মনোনয়ন দেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই তাকে বাদ দিয়ে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে আরেক সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরীকে। বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

গত সোমবার (২৭ নভেম্বর) বিকেলে অন্যান্য আসনের ন্যায় সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৫টিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় পার্টি। সিলেট-২ আসনে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা। এর পরপরই সিলেট-২ আসনজুড়ে গুঞ্জন শুরু হয় প্রার্থী বদলের। সেই গুঞ্জনকে উস্কে দেয় ওই আসনের সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্ট। সেদিন রাত সোয়া ১০টার দিকে পেজটিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাক্ষরিক দলীয় মনোনয়নপত্রসহ আলহামদুলিল্লাহ লিখে একটি পোস্ট দেন ইয়াহ্ইয়া। জনমনে প্রশ্ন দেখা দেয়, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কে?

পরে অবশ্য এই ধোয়াশা পরিস্কার করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি গণমাধ্যমকে জানান, সিলেট-২ আসনে প্রাথমিকভাবে মকসুদ ইবনে আজিজ লামাকে মনোনয়ন দেওয়া হয়। তবে, এই আসন থেকে ইয়াহ্ইয়া চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মকসুদ ইবনে আজিজ লামার সাথে মুঠোফোনে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘৭৪ বছর বয়সের একজন অসুস্থ মানুষের পক্ষে সিলেট-২ আসনের মত বড় নির্বাচনী মাঠ চষে বেড়ানো কোনোভাবেই সম্ভব নয়। যে কারণে আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনিত করার ঘণ্টাখানেকের মধ্যেই নির্বাচন না করার সিদ্ধান্ত দলের চেয়ারম্যানকে জানিয়ে দিই।’

তবে, এই প্রতিবেদকের সাথে মুঠোফোনে আলাপকালে ভিন্ন দাবি করেন ইয়াহ্ইয়া চৌধুরী। তিনি বলেন, ‘গত সোমবার দলীয় প্রার্থীদের নাম ঘোষণার সময় প্রিন্টিং মিসটেকের কারণে সিলেট-২ আসনে অন্য আরেকজনের নাম ঘোষিত হয়ে যায়। কিন্তু আধঘণ্টার মধ্যে এ আসনে আমাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ওইদিন রাতেই দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাক্ষরিত মনোনয়নপত্র আমার কাছে হস্তান্তর করা হয়।’
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙল প্রতিক নিয়ে নির্বাচন করে সিলেট-২ আসন থেকে প্রথমবারের সংসদ সদস্য নির্বাচিত হন দলটির বর্তমান ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসনে মহাজোটের প্রার্থী হন তিনি। তবে, গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হন এবং জামানত বাজেয়াপ্ত হয় তার।

উল্লেখ্য, সিলেট-২ আসনে এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত