Search

সিলেট-২ আসনে জাতীয়পার্টির হয়ে লড়তে চান আবু বক্কর কয়েছ

সিলেট-২ আসনে জাতীয়পার্টির

বিশ্বনাথটুডে ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে দলীয় প্রার্থী হিসেবে লড়তে জাতীয়পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর কয়েছ। গত বুধবার (২২ নভেম্বর) তিনি দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর হাত থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে জাতীয়পার্টির মনোনয়ন প্রত্যাশী আবু বক্কর কয়েছ জানান, ‘দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর সেটা পূরণ করে ইতোমধ্যে দলের মহাসচিবের কাছে জমাও দিয়েছি।’ তিনি আরও জানান, ‘এ আসন এক সময় জাতীয়পার্টির দূর্গ ছিল। বিগত পাঁচ বছর ধরে এই আসনে জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য নেই। বিগত নির্বাচনে জাতীয়পার্টির মাঠে থাকা কোনো নেতাকে মনোনয়ন না দেয়ায় লাঙ্গল প্রতীকের ভরাডুবি হয়। দলের পুরনো দূর্গ উদ্ধার করতে আমি এবার ভোটের মাঠে লড়তে চাই। আশাকরি এবার জাতীয়পার্টি প্রার্থী পরিবর্তন করে আমাকে মূল্যায়ন করবে।’

উল্লেখ্য, আবুবক্কর কয়েছ ছাড়াও সিলেট-২ আসনে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা মকসুদ ইবনে আজিজ লামা, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহ্ইয়া চৌধুরীসহ মোট চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত