নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সদস্য হাসান চৌধুরীর যুক্তরাজ্য গমন উপলক্ষে তারই অর্থায়নে ২য় ধাপে গরীব অসহায় শিশুদের ফ্রি খৎনা ক্যাম্প ও ওই সদস্যের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে রেসকিউ লাইফ ফাউন্ডেশনের কার্যালয়ে ক্যাম্প ও সন্ধ্যায় একই স্থানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবদুন নুর তুষারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পূণ্যভূমির বিশ্বনাথ প্রতিনিধি মো. রাজা মিয়া, ক্রিড়া ধারাভাষ্যকার একেএম তুহেম। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসান চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য নজির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি
নাহিদ আহমেদ সুয়েব।
বক্তব্যে অতিথিগণ বলেন, দেশের কাঙ্খিত উন্নয়নে তরুণরাই আশার প্রদীপ। তাদের অদম্য প্রচেষ্টায় সমাজ পরিবর্তন হয় এবং অবহেলিত ও বঞ্চিত মানুষের নানা সুযোগ-সুবিধা নিশ্চিত হয়।সামাজিক উন্নতির লক্ষ্যে একঝাঁক স্বপ্নবাজ তরুণের সমন্বয়ে গঠিত রেসকিউ লাইফ ফাউন্ডেশন মানবতার সেবায় অনন্য ভূমিকা রাখছে। রক্তদান, ফ্রি অক্সিজেন সার্ভিস, পথ শিশুদের পাঠদান কার্যক্রম, নলকূপ স্থাপন, বিয়েতে আর্থিক সহায়তা প্রদান, প্রাকৃতিক
দুর্যোগে ত্রাণ সহায়তা, ইফতার কার্যক্রমসহ নানা সেবামূলক কর্মকান্ডে সাফল্যের স্বাক্ষর রাখছে।
অনুষ্ঠানের শেষদিকে গত এক মাসে সর্বোচ্চ রক্ত সংগ্রহে (৭৩ ব্যাগ) বিশেষ অবদান রাখায় রেসকিউ লাইফ ফাউন্ডেশনের রক্তদান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর আলী ও রেসকিউ লাইফ ব্লাড সোসাইটির যুগ্ম আহ্বায়ক শাকিল আহমদকে
সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিগণ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাহি আহমদ, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পি মালাকার, ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক বিপন কান্ত দেব, অফিস সম্পাদক জুবায়ের হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. আল-আমিন, সদস্য সালেহ আহমদ, রেসকিউ লাইফ ব্লাড সোসাইটির সদস্য সচিব সাফওয়ান আসাদ সিকদার, সদস্য নাসির উদ্দিন, সাহেদ আহমদ সানি।