Search

বাতিঘর মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে সময়ের শৈল্পিক প্রজ্জ্বলন ‘বাতিঘর’র যুগপূর্তি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা আয়োজনের অংশ হিসেবে ‘বাতিঘর মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের বেবী কেয়ার স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


ইউনিয়নের ৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


প্রতিযোগিতা চলাকালে হল পরিদর্শন করেন বেবী কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, বাতিঘর’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মাস-উদ হাসান, মুহা. গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসাইন, আখলাকুর রহমান, সাবেক অফিস সম্পাদক বদর উদ্দিন কামরান, জাকির হোসেন, বর্তমান সভাপতি রুহেল আহমদ রাজা, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল গাফ্ফার লিমন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত