Search

চিরনিদ্রায় শায়িত হলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নছির খান

চিরনিদ্রায় শায়িত

নিজস্ব প্রতিবেদক :: শনিবার (৪ নভেম্বর) দুপুরে না ফেরার দেশে পাড়ি জমানো সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামের কৃতিসন্তান নছির উদ্দিন খানের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

ওইদিন রাতেই এশার নামাজের পর তার গ্রামের শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।

মরহুম নছির উদ্দিন খান তার কর্মজীবনে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মজীবন শুরু করে সেখানে টানা ১০ বছর, এরপর খাজাঞ্চী ইউনিয়নের ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ বছর ও তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছর প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করেন এবং তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেই অবসরে যান তিনি। মানুষ গড়ার মহান কারিগর নছির উদ্দিন খান মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অগণিত ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত