Search

ধর্ম যার যার, উৎসব সবার : পূজামণ্ডপে বস্ত্র বিতরণকালে শফিক চৌধুরী

পূজামণ্ডপে বস্ত্র

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের আচার হলেও এটি সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তির অগ্রদূত। তার নেতৃত্বাধীন সরকারের আমলে সকল ধর্মের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।শান্তিপূর্ণভাবে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্ম পালন করতে পারছেন। আমাদের দেশে গড়ে উঠা হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অপশক্তি যাতে নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আজ শুক্রবার (২০ অক্টেবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল থেকে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ পৌর শহরের শ্রী শ্রী শনি মন্দিরে আনুষ্ঠানিকভাবে উপজেলা ও পৌর এলাকার ২৫ পূজামন্ডপের নেতৃবৃন্দের কাছে তিনি এই বস্ত্র তুলে দেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কান্তি দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত