বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: বিশ্বনাথের রেসকিউ লাইফ ফাউন্ডেশনের ৩য় বর্ষে পদার্পন উপলক্ষ্যে ২য় বারের মত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌরশহরের নতুন বাজারের মাইক্রোবাস স্ট্যান্ডে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অর্থায়ন করেন ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও ক্রিড়ানুরাগী মোহাম্মদ আমিনুল ইসলাম। ক্যাম্পেইনে দুশো মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী আবদুল ওয়াদুদ, হাফেজ সাইফুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সদস্য আক্তার আহমদ শাহেদ, রাজনীতিবিদ নাজিম উদ্দিন, সন্ধানী মেডিকেল হলের প্রোপাইটার নাসির উদ্দিন, টেকনিশিয়ান জাহিদুর রহমান ও মো. আল-আমিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি নজির আহমদ, সহসভাপতি নাহিদ আহমেদ সুয়েব, যুগ্ম সাধারন সম্পাদক শুভ্র দেব শুভ, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুর রহমান, আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহি আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ইফতেকার হোসেন লিমন, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পি মালাকার, সহসাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক বিপন কান্ত দেব, সহঅর্থ সম্পাদক আবদুল সুহেব, সহপ্রচার সম্পাদক রেজাউল ইসলাম, সহপ্রচার সম্পাদক তামিম আহমেদ, রক্ত বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর আলী, অফিস সম্পাদক জোবায়ের হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক অভিজিৎ পাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃদুল বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক শেতবী রাণী নাথ, সমাজসেবা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হাফিজ উদ্দিন, সদস্য রাব্বি, সালেহ আহমদ, রকিব আহমেদ, জালাল উদ্দীন নাহিদ, সিয়াম রহমান, ইসলাম উদ্দিন, শাকিল, ইমন, নাজমুল ইসলাম প্রমুখ।













