নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ক্রিড়ানুরাগী মিছবাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ওই সভা অনুষ্ঠিত হয়।
এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আবদুল মছব্বিরের সভাপতিত্বে সংগঠক টিপু আলী, তারেক আহমদ খজির ও আবদুস সালাম মুন্নার সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ছয়ফুল হক, বিশ্বনাথ পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, সংগঠক আশিক আলী, মহব্বত আলী জাহান, মাস্টার গৌছ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, রেফারী পরতাব আলী, ক্রিড়া সংগঠক সাবুল আহমদ, আবদুস সালাম, আবদুল আহাদ, রফিক আলী, হেলাল মিয়া, আবদুর রহমান খালেদ, রাসেল আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
সভায় বক্তারা বলেন, দক্ষিণ বিশ্বনাথে ফুটবল খেলাসহ সবধরণের খেলাধুলাকে এগিয়ে নিতে যারা উদ্যোগী হয়েছেন, তারা সত্যিকারেই সাধুবাদ পাওয়ার যোগ্য। তাদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আজ দক্ষিণ বিশ্বনাথের মানুষ ঐক্যবদ্ধ। ইতোমধ্যে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এলাকায় ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এই ক্লাবের মাধ্যমে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে অবশ্যই আগের অবস্থানে দক্ষিণ বিশ্বনাথ ফিরে যাবে।