নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ৭৮০ পিস ইয়াবাসহ কল্পনা বেগম (৪৬) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্বনাথ পৌরসভার দুর্যাকাপন গ্রাম এলাকার মাদক সম্রাট তুহিনের বাড়ির রাস্তা থেকে তাকে আটক করা হয়। কল্পনা বেগম জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) রুমেন আহমদের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবাসহ তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৪ হাজার টাকা। কল্পনা বেগম সিলেট আন্তঃবিভাগীয় ইয়াবা কারবারি চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি ও জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে। তার স্বামীও একজন মাদক কারবারি।
আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘থানার উপপরিদর্শক (এসআই) রুমেন আহমদ বাদী হয়ে কল্পনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শুক্রবার মামলা (নাম্বার ১২) দায়ের করেছেন। যথাসময়ে তাকে সিলেটের আদালতে প্রেরণ করা হবে।’