Search

চীনে ভূমিকম্প, আহত ২০

চীনে ভূমিকম্পে কয়েক ডজন বাড়িঘর ভেঙে পড়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

রবিবার (৬ আগস্ট) ভোরের দিকে শানডং প্রদেশের পিংইয়ুয়ান কাউন্টিতে ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এক দশকের মধ্যে শানডং প্রদেশে আঘাত হানার এটাই সবচেয়ে বড় ভূমিকম্প।

পিংইয়ুয়ান বেইজিং থেকে প্রায় ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

শানডং টিভি জানিয়েছে, সকাল ৭টা পর্যন্ত ১২৬টি বাড়ি ধসে পড়েছে।

এদিকে বেইজিং, তিয়ানজিন, হেনান ও হেবেই প্রদেশসহ উত্তর চীনের বেশ কয়েকটি অঞ্চলে কম্পনের খবর পাওয়া গেছে।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছিলেন।

শানডং ভূমিকম্প ব্যুরোর ডেপুটি ডিরেক্টর লিউ সিকিয়াং বলেছেন, কাউন্টির ৫০ কিলোমিটারের মধ্যে এই প্রথম পাঁচ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর আফটারশকের আশঙ্কা নেই।

পিংইয়ুয়ানের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সাময়িকভাবে কাউন্টিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, ভূমিকম্পকবলিত অঞ্চলের বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বিলম্বিত বা স্থগিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত